শনিবার (৪ নভেম্বর) অফিসার্স ক্লাবে বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধ’ বিষয়ক এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কাস্টমসের সিপাহী থেকে কমিশনার এমনকি মহাপরিচালক পর্যন্ত সবাই নীল রঙের ইউনিফর্ম পরতে হবে।
কাস্টমসের মেম্বার ও চেয়ারম্যানের জন্য ইউনিফর্ম পরা অপশনাল বা ঐচ্ছিক রাখা হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এই সিদ্ধান্ত আগামী ডিসেম্বর থেকে বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সেবার মান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়াতেই কাস্টমসের রং ও স্বরূপ বদলানো হচ্ছে।
সেমিনারে এনবিআর সদস্য ও আয়োজক অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার আমিনুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসজে/এইচএ/