এরমধ্যে সিলেট নগরীতে আয়কর মেলার ৪র্থ দিনে ২ কোটি ৮০ লাখ ৮৩০ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৩ হাজার ২১ জন।
সিলেট কর অঞ্চলের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে বলেন, একই দিনে সিলেট ছাড়াও মৌলভীবাজার ও সুনামগঞ্জে মেলার তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। ওইদিন মৌলভীবাজোরে ৪ লাখ ৬০ হাজার ৩৭৫ টাকা কর আদায় হয়েছে। তৃতীয় দিনে সেবা গ্রহণ করেছেন ৯৮৫ জন, নতুন ইটিআইএন দেওয়া হয়েছে ১৮ জনকে এবং রিটার্ণ দাখিল করেছেন ২১৯ জন।
সুনামগঞ্জে তৃতীয় মেলার তৃতীয় দিনে ৭ লাখ ১৫ হাজার ৪০৯ টাকা কর আদায় হয়েছে। মেলায় এসে সেবা নিয়েছেন ৯৫৬ জন, নতুন ইটিআইএনধারী হয়েছেন ৬ জন এবং রিটার্ণ দাখিল করেন ১৯২ জন।
হবিগঞ্জে শনিবার থেকে শুরু হওয়া ৪দিন ব্যাপী মেলার প্রথম দিনেই ৮ লাখ ২ হাজার ৬৩৯ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৬৫৪ জন, নতুন ইটিআইএন দেওয়া হয়েছে ৯ জনকে এবং রিটার্ণ দাখিল করেন ৮৩ জন।
এছাড়া একই দিনে বালাগঞ্জে ভ্রাম্যমাণ মেলা থেকে ৪৬ হাজার টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ১১৩ জন, নতুন ইটিআইএনধারী হয়েছেন ১ জন এবং রিটার্ণ দাখিল করেন ২৭ জন।
ওইদিন দু’টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাতে কলমে কর প্রদান বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়। পরে তাদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং সনদ প্রদান করা হয়। এতে অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজের ১০ জন ছাত্রী এবং সিলেট পাইলট স্কুলের ১০ জন ছাত্র অংশ নেন- নিশ্চিত করেন উপ কর কমিশনার কাজল কুমার সিংহ।
বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এবার মেলায় নতুন আকর্ষণ সেলফি কর্ণার।
উপ কর কমিশনার কাজল কুমার সিংহ জানান, আয়কর মেলায় এবার ১৮টি স্টল বসানো হয়েছে। এরমধ্যে রিটার্ন গ্রহণ বুথ ৭টি, একটি করে সোনালী ও জনতা ব্যাংক, কাস্টমস, সঞ্চয়ী হিসাব ও আয়কর আইনজীবী বুথ রয়েছে। কর কমিশনার কর্ণার ছাড়াও রয়েছে কন্ট্রোল রুম, অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র, টি ইটিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন কেন্দ্র।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এনইউ/বিএস