ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কেরানীগঞ্জে ২ দিনব্যাপী আয়কর মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
কেরানীগঞ্জে ২ দিনব্যাপী আয়কর মেলা কেরানীগঞ্জে ২ দিনব্যাপী আয়কর মেলা

কেরানীগঞ্জ (ঢাকা): "উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব"- এ প্রতিপাদ্য নিয়ে কেরানীগঞ্জে শুরু হয়েছে ২ দিনব্যাপী আয়কর মেলা-২০১৭।

রোববার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কদমতলী গোল চত্বর এলাকায় মেলার আয়োজন করে ঢাকা কর অঞ্চল-৪।

মেলায় উপস্থিত ছিলেন ঢাকা কর অঞ্চল-৪ এর উপ কর কমিশনার কেশব লাল মল্লিক, কর পরিদর্শক মো. মজিবুর রহমান ও মহিনুল হক প্রমুখ।

ঢাকা কর অঞ্চল-৪ এর উপ কর কমিশনার কেশব লাল মল্লিক বলেন, আয়কর মেলা উপলক্ষে চালু করা হয়েছে হেল্প ডেস্ক। এছাড়া ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আয়কর রিটান দাখিল, ই.টি.আই.এন প্রাপ্তি, অনলাইন রিটার্ন দাখিল ও ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।