ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চামড়াজাত পণ্য নিয়ে ব্লিস সোর্সিং শো শুরু ১৬ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
চামড়াজাত পণ্য নিয়ে ব্লিস সোর্সিং শো শুরু ১৬ নভেম্বর আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরে কর্তৃপক্ষ- ছবি- কাশেম হারুন

ঢাকা: চামড়াজাত শিল্পে বিনিয়োগের সুযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ‘লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস  ইন্টারন্যাশনাল সোর্সিং শো (ব্লিস)-২০১৭’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ নভেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ব্লিস সোর্সিং শো শুরু হবে।

রোববার (০৪ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে ব্লিসের সামগ্রিক প্রস্তুতি নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।  

বাণিজ্য মন্ত্রণালয় ও লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) যৌথভাবে তিন দিনব্যাপী ব্লিস সোর্সিং শো-২০১৭ এর আয়োজন করছে।

প্রর্দশনীটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনে সম্মতি দিয়েছেন বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।  

এলএফএমইএবি’র সভাপতি মো. সায়ফুল ইসলাম বলেন, বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে আর্ন্তজাতিক চামড়াজাত পাদুকা ও চামড়াজাত পণ্যের সাপ্লাই চেইনে, বাংলাদেশ সম্ভাবনাময় সোর্সিং কেন্দ্র। প্রদর্শনীতে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড, ক্রেতা, সোর্সিং, এজেন্ট, রিটেইলার, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্প খাত সংশ্লিষ্টরা বাংলাদেশের পণ্যের মান, বৈচিত্র্য ও উৎপাদন সক্ষমতা যাচাইয়ের সুযোগ পাবেন। এছাড়া সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে পণ্য সোর্সিং করার সুবিধা এবং বিনিয়োগের সুযোগ সম্পর্কে অবগত হবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু বলেন, বাংলাদেশের ফুটওয়্যার প্রোডাক্ট ও লেদার গুডসের যে আন্তর্জাতিক বাজার রয়েছে, তা বিস্তৃতির ব্যাপক সুযোগ রয়েছে। তাছাড়া বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বিভিন্ন অর্থনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে, শ্রম বাজারের দিক থেকে অন্যান্য দেশের চেয়ে আমরা এগিয়ে রয়েছি।

তিনি বলেন, চলতি বছর সরকার চামড়া, পাদুকা ও চামড়াজাত পণ্যকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা দিয়েছে। এ ঘোষণা সামনে রেখে সোর্সিং শো আয়োজন করা হয়েছে। এ আয়োজন ২০২১ সালের মধ্যে পাদুকা শিল্প খাতে ৫ বিলিয়ন ডলার রপ্তানি তরান্বিত করবে।

বাংলাদেশে নিযুক্ত জার্মান ডিপুটি হেড অব মিশন মাইকেল শুলথেস বলেন, জার্মানিতে বাংলাদেশের চামড়াজাত পণ্যের বাজার বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বছরগুলোতে ২৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এ খাতে।  

এতে আরও উপস্থিত ছিলেন ফরেন ট্রেড অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ক্রিশ্চান এওয়ার্ট, পতেঙ্গা ফুটওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক চেন সাও তেছেং প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।