শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চার দিনব্যাপী এ মেলা শেষ হয়। এর আগে বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ মেলা শুরু হয়।
আয়কর বিভাগ বাগেরহাট সার্কেলের উপ-কর কমিশনার মো. মেজবাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, বাগেরহাট জেলায় মোংলা উপজেলা ব্যতীত অন্যসব উপজেলার করদাতারা কর দিয়েছেন। এ মেলায় আমাদের লক্ষ্য ছিলো ২৫ লাখ টাকা কর আদায়। আমরা আমাদের লক্ষ্যের থেকে এক লাখ ৩৪ হাজার টাকা বেশি আয়কর সংগ্রহ করতে পেরেছি।
তিনি আরও বলেন, বাগেরহাটে মোট আয়কর দাতা ২৩ হাজার ৪৬৬ জন। এরমধ্যে মোংলা উপজেলায় চার হাজার ৪৬৬ জন। এদের জন্য আমরা ৬ ও ৭ অক্টোবর মোংলার দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ে একটি মেলার আয়োজন করেছি। এ দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মোংলায় আমরা ছয় লাখ টাকা আদায়ের লক্ষ্য স্থির করেছি।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এনটি