ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
হিলি স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব হিলি স্থলবন্দর পরিদর্শন করছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব জিকরুর রেজা খানম

দিনাজপুর: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব জিকরুর রেজা খানম।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে তিনি এ স্থলবন্দর পরিদর্শনে আসেন। এসময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।

বন্দর পরিদর্শন শেষে বিকেলে উপ-সচিব জিকরুর রেজা খানমের সঙ্গে বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিং লিমিটেড কর্তৃপক্ষের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন) জিকরুর রেজা খানম।

এসময় উপস্থিত ছিলেন- হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শুকরিয়া পারভীন, পানামা হিলি পোর্ট লিং লিমিটেডের এমডি অনন্ত কুমার চক্রবর্তী নেপাল, পরিচালক (প্রোশাসন, অপারেশন ও অর্থ) রফিকুল ইসলমা প্রিন্স, নির্বাহী পরিচালক মঞ্জুরুর রহমান বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা সোহরাব মল্লিক প্রতাব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।