বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিআইএফএফএল’র নির্বাহী পরিচালক এসএম ফরমানুল ইসলাম বলেন, দেশের ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিবেশ বান্ধব শিল্প ও অবকাঠামো নির্মাণ গুরুত্বপূর্ণ।
তিনি জানান, তিনদিন ব্যাপী গ্রিন কনভেনশন অ্যান্ড এক্সপো-২০১৭ এর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মেলার প্রথমদিন দেশ বিদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জাতীয় কনভেশন অনুষ্ঠিত হবে। এরপর বিভিন্ন দেশের ২৫ জন পরিবেশ বিশেষজ্ঞ, পলিসি মেকার, শিক্ষাবিদ ও ব্যাংকারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৫ থেকে ২৭ নভেম্বরের এই মেলায় ১০০ টি স্টলের মাধ্যমে পরিবেশ বান্ধব শিল্পকারখানা ও অবকাঠামো তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টিউলিপ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বিগ্রে. জে. এ এইচ এম মকবুল হাসান, লংকা-বাংলার কর্মকর্তা হাসানুজ্জামান সিদ্দিক প্রমুখ
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমসি/জিপি