ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লালপুরে পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
লালপুরে পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। ছবি: বাংলানিউজ

নাটোর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় নাটোরের লালপুর উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শামসুন্নাহার পারুল, পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী সফিকুর রহমান, ফিল্ড সুপারভাইজার জামিল হোসেন প্রমুখ।

পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী সফিকুর রহমান বাংলানিউজকে জানান, এ ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।