বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জ নৌবন্দরে অপেক্ষমান তেলের টিন বোঝাই ট্রাকগুলো ভারতে যাবে।
আশুগঞ্জ নৌ বন্দরের পরিদর্শক মো. শাহ আলম বাংলানিউজকে জানান, এমভি শান্তিপুর নামে একটি জাহাজে করে সোমবার (২৭ নভেম্বর) ২২০ দশমিক ৫৬ মেট্রিক টন তেল এসে ভিড়ে ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জ নৌবন্দরে।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও তেল পরিবহনের দায়িত্বে থাকা মো. আক্তার হোসেন বাংলানিউজকে জানান, মালিক আদনান ট্রেড ইন্টারন্যাশনাল নামে সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে বৃহস্পতিবার সকাল থেকে তেল ভারতে যাওয়া শুরু করবে।
তিনি আরো জানান, ভারতে পাঠানোর জন্য বুধবার (২৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে আশুগঞ্জ নৌ বন্দর থেকে একটি ট্রাকে ১ হাজার ৩১৯টি কার্টনে প্রায় ১২ টন তেল উঠানো হয়েছে। আরেকটি ট্রাকে তেল ভর্তি টিন উঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
আরবি/