শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় চিনিকলের ক্যান ক্যারিয়ারে আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠাকে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের সচিব এবিএম আরশাদ হোসেন, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যার আমানুল্লাহ বাচ্চু, সাবেক সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আখ চাষি সমিতির সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান, আখচাষি সমিতির সভাপতি আব্দুল আজিজ, পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনুর রেজা প্রমুখ।
চলতি ২০১৭-১৮ মৌসুমে পঞ্চগড় চিনিকলে সরবরাহ করার উপযোগী আখ চাষের পরিমাণ ৫ হাজার ১৬ একর। যার আখ মাড়াই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার ৪০৫ মেট্রিকটন।
এছাড়া, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪৮ মেট্রিকটন। চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। গত বছর প্রতি মণ আখের মূল্য ছিল ১১০ টাকা যা এ বছর বৃদ্ধি করে প্রতি মণ ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
জিপি