এদিকে, নিম্নচাপের কারণে শনিবার (০৯ ডিসেম্বর) সকাল থেকে মোংলা বন্দরে অবস্থানরত সকল দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের অপারেটর মো. শাহজাহান বাংলানিউজকে জানান, বৃষ্টির জন্য থেমে থেমে জাহাজের মালামাল ওঠা-নামার কাজ চলছে।
এদিকে, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লারা সুন্দরবনের দুবলারচরসহ বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সুন্দরবনের পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এনটি