ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গভীর নিম্নচাপে মোংলা বন্দরে পণ্য খালাস ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
গভীর নিম্নচাপে মোংলা বন্দরে পণ্য খালাস ব্যাহত

বাগেরহাট: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে মোংলা বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। 
 

এদিকে, নিম্নচাপের কারণে শনিবার (০৯ ডিসেম্বর) সকাল থেকে মোংলা বন্দরে অবস্থানরত সকল দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের অপারেটর মো. শাহজাহান বাংলানিউজকে জানান, বৃষ্টির জন্য থেমে থেমে জাহাজের মালামাল ওঠা-নামার কাজ চলছে।

তবে খাদ্যশস্যবাহী (চাল ও গম) জাহাজের পণ্য ওঠা-নামার কাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

এদিকে, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লারা সুন্দরবনের দুবলারচরসহ বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সুন্দরবনের পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।