ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাবনায় জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
পাবনায় জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে র‌্যালি।

পাবনা: ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৭ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ পাবনার উদ্যোগে বেলুন উড়িয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও জেলা প্রশাসক রেখা রানী বালো।

পরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল কমিউনিটি সেন্টারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

ভ্যাট বিভাগ পাবনার উপ-কমিশনার শাফায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ। এসময় বক্তারা সবাইকে ভ্যাট দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।