মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আন্তর্জাতিক এ প্রদশর্নীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সেমস বাংলাদেশ আয়োজিত প্রদর্শনীতে ৯২টি দেশের ১০০টির মতো স্টল অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে এশিয়া অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি পর্যটন শিল্পখাতে বিনিয়োগ বাড়বে। এটি ক্রেতা, ভোক্তা ও উৎপাদকদের মধ্যে কার্যকর সেতুবন্ধনে সময়োপযোগী প্লাটফর্ম।
প্রদর্শনীতে থাকছে ইলেকট্রনিক্স, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা পণ্য, প্রসাধন সামগ্রী, গৃহসাজ সামগ্রী, ফ্যাশন, বিউটি-লাইফস্টাইল পণ্য ও সেবা এবং কারু ও হস্তশিল্পের সমাহার। শিশুদের জন্য থাকছে বিভিন্ন ধরনের খেলনা ও আনুষঙ্গিক পণ্য।
আন্তর্জাতিক এ প্রদর্শনীতে থাইল্যান্ড, চীন, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালয়েশিয়া, বাংলাদেশসহ ৯২টি দেশ ও তাদের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। প্রবেশে জনপ্রতি ২০ টাকার টিকিট সংগ্রহ করতে হবে। আইসিসিবি’র ১ নম্বর হলে চলছে প্রদর্শনী।
সেমস গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাবুল ইসলাম, ডিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসএম/জেডএস