বিমা মেলা উপলক্ষ্যে শনিবার (২৩ ডিসেম্বর) সিলেটের মিরাবাজার শাখায় উন্নয়ন সভা শেষে এ চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম (সিইও)।
সভায় জানানো হয়, চলতি বছর ৮৫ কোটি টাকর বিমা পরিশোধ করা হয়েছে। এর আগের বছর ৭৪ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।
অনুষ্ঠানে সিইও একেএম শরীফুল ইসলাম বলেন, ‘বর্তমানে টাকা পরিশোধে কিছুটা দেরি হচ্ছে। তবে আগামী বছর থেকে দেরি করতে হবে না। মেয়াদ শেষ হওয়ার পর অফিসে বসে চা খেতে খেতে গ্রাহকরা টাকা পায়ে যাবেন’।
বিমা কর্মীদেরে উদ্দ্যেশে সিইও বলেন, ‘গ্রাহকদের মিথ্যা আশ্বাস দিয়ে কোনো পলিসি করাবেন না। আমরা ছলচাতুরী করি না, আমরা বিমা পলিসি বিক্রি করি স্বচ্ছতার মাধ্যমে। গ্র্রাহকদের সেবা করাই আমাদের লক্ষ্য’।
তিনি বলেন, ‘সানলাইফে বিমা করে আপনার নিরাপদ থাকবেন। ঢাকাসহ দেশের বেশকিছ অঞ্চলে বড় বড় ভবন তৈরি করা হচ্ছে। এসব ভবনের মলিক আপনারাই (গ্রাহকরা)।
মাঠ কর্মীদের উদ্দেশ্যে কোম্পানির সিইও শরীফুল ইসলাম বলেন, ‘বিমা পেশা একটি খুবই সম্মানজনক পেশা। এ পেশায় আপনার সৎভাবে অনেক বেশি আয় করতে পারবেন। এর পাশাপাশি গ্রাহকদের আর্থিকভাবে সাবলম্বি করতে পারবেন’।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমএফআই/জিপি