এরই অংশ হিসেবে খুব শিগগিরই দু’দেশের ব্যবসায়িক নেতাদের মধ্যে একটি ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হতে যাচ্ছে।
জানা গেছে, জানুয়ারির প্রথম সপ্তাহেই এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমসহ বাংলাদেশের একটি ব্যবসায়ী দল ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরের উদ্দেশ্যে আর্জেন্টিনা যাবেন।
তবে ঠিক কবে নাগাদ তারা এ চুক্তি সম্পাদন করবেন এবং কত সদস্যের প্রতিনিধি দল এ সফরে থাকবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এবিষয়ে এফবিসিসআই জনসংযোগ কর্মকর্তা এস জাকারিয়া বাংলানিউজকে বলেন, খুব দ্রুতই আর্জেন্টিনার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে চুক্তি স্বাক্ষরিত হবে। ইতোমধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রাথমিক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। তবে কবে এ চুক্তি স্বাক্ষরিত হবে সেটা নির্দিষ্ট করে তারিখ বলা না গেলেও জানুয়ারির প্রথম দিকেই হবে।
এদিকে এ ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হলে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে এক নতুন যুগের সূচনা হবে বলে দাবি করেছেন এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম।
এ চুক্তি সম্পাদনে ইতোমধ্যে আর্জেন্টিনা চেম্বার অব কমার্স অ্যান্ড সার্ভিসেসের নেতারাদের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম।
এছাড়াও আলোচনায় আর্জেন্টিনা চেম্বার অব কমার্স অ্যান্ড সার্ভিসেস-এর বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান আন্দ্রেস ত্রাভারসো, প্রধান অর্থনীতিবিদ মাটিয়াস বলিস উইলসন এবং মারিয়া ফ্লোরেন্সিয়া ক্যাসটিলো উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার ১১তম মিনিস্টেরিয়াল কনফারেন্সে যোগ দিতে আর্জেন্টিনা সফর করেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সফরসঙ্গী হিসেবে ১০-১৩ ডিসেম্বর ২০১৭ এ সফর অনুষ্ঠিত হয়।
এছাড়াও ঢাকা চেম্বার অব কমার্স, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বিজিএমইএ এবং বিকেএমইএ-এর ব্যবসায়ী নেতারা ওই কনফারেন্সে অংশ নেন। তখন থেকেই দু’দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের এ উদ্যোগ নেন এফবিসিসআই নেতারা।
এফবিসিসআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এসআইজে/এসএইচ