মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাধারণ বিমা করপোরেশনের লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, চাইলেই এখনও সবাই বিমা পায় না।
অর্থমন্ত্রী বলেন, দেশে ৪৬টি সাধারণ বিমা কোম্পানি আছে। দেশে ব্যাংকের সংখ্যাও অনেক। আমরা হুজুগে চলি। তবে এটি খারাপ নয়। আমরা কাউকেও ফেলে রেখে যাব না।
অনুষ্ঠানে সাধারণ বিমা করপোরেশন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ শাহরিয়ার আহসান বলেন, ২০১৬ সালের লভ্যাংশের ৪০ কোটি টাকার ডামি চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন। গত বছর এ লভ্যাংশ ৩০ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
কেজেড/এসএইচ