বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অথোরাইজড ইকোনোমিক অপারেটরদের বাণিজ্য সহায়তা ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার উদ্বোধনে তিনি একথা বলেন।
নজিবুর রহমান বলেন, কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান।
তিনি আরও বলেন, রাজস্ব সুরক্ষা ও দেশের অগ্রযাত্রায় আমরা এগিয়ে যাচ্ছি। পাশাপাশি সব অংশীজনের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে। মনে রাখতে হবে, সারাবিশ্ব এখন বাংলাদেশকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। দেশের ব্যবসা-বাণিজ্য ভালোভাবে চলছে। আমরা দেশের উন্নয়নে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নেও কাজ করে যাচ্ছি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (শুল্ক নিরীক্ষা ও আন্তজার্তিক বাণিজ্য) খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান, সদস্য (কাস্টমস নীতি) লুৎফর রহমান, ঢাকা কাস্টমস হাউসের কমিশনার প্রকাশ দেওয়ান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭,২০১৭
এসজে/জেডএস