ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে চলছে তিনদিনের উন্নয়ন মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
সিলেটে চলছে তিনদিনের উন্নয়ন মেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেট: সারা দেশের মতো সিলেটেও তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলা চলবে শনিবার (১৩ জানুয়ারি) পর্যন্ত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন।

এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় থেকে তৃতীয় জাতীয় উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণ রিকাবিবাজার মোহাম্মাদ আলী ইনডোর জিমনেশিয়ামে গিয়ে শেষে হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট পর্বে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম। জেলা প্রশাসক রাহাত আনোয়ারেরর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা।  

এছাড়া উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় ৮৪টি প্রতিষ্ঠান ১০০টি স্টল রয়েছে।  ১৪টি প্রতিষ্ঠান দিচ্ছে সরাসরি সেবা। মেলায় স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।