ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থমন্ত্রীর জন্মদিন উদযাপন করলো রূপালী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
অর্থমন্ত্রীর জন্মদিন উদযাপন করলো রূপালী ব্যাংক রূপালী ব্যাংকের অনুষ্ঠানে অর্থমন্ত্রীর জন্মদিন উদযাপন/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০১৮’র শুরুতেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জন্মদিন উদযাপন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। 

রোববার (২৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কেক কেটে মন্ত্রীর ৮৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গত ২৫ জানুয়ারি মন্ত্রীর জন্মদিন থাকলেও রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন উপলক্ষে উদযাপন পেছানো হয়।

পরে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধান তার বক্তব্যে বলেন, মন্ত্রীর বয়স ৮৫ হলেও মন-মননে তিনি তরুণ। তার তারুণ্য ঈর্ষণীয়। এই বয়সে এখনো যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে নেতৃত্ব দিচ্ছে তা অবাক করার মতো।  

তিনি বলেন, রূপালী ব্যংকের পক্ষ থেকে মন্ত্রীর আরো সাফল্য কামনা করছি। একই সঙ্গে মন্ত্রী মহোদয়ের যাত্রায় রূপালী ব্যাংকও সঙ্গী হতে চায়। আপনার দীর্ঘায়ু কামনা করছি।  

এসময় তিনি মন্ত্রীর কাছে ব্যাংকের জন্য ৯শ কোটি টাকা মূলধনের দাবি করেন।

এর আগে বেলা ১২টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী।  

সম্মেলনে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেনসহ ব্যাংকের পরিচালকরা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসআইজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।