ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ২৭ প্রতিষ্ঠান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, জানুয়ারি ২৮, ২০১৮
আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ২৭ প্রতিষ্ঠান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

ঢাকা: ২৭ প্রতিষ্ঠানকে ২০১৬ সালের বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড দিয়েছে দি ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

রোববার (২৮ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানের কর্তাদের হাতে এ ট্রফি তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদ, আইসিএমএবি-এর চেয়ারম্যান জামাল আহমেদ চৌধুরী ও ব্রান্ডিং এবং অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মোহাস্মদ আলী নেওয়াজ প্রমুখ।

এবার বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে প্রথম হয়েছে ব্র্যাক ব্যাংক। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ইবিএল ও সিটি ব্যাংক।

বেসরকারি ইসলামি ব্যাংক ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ, আল আরাফাহ ও সোস্যাল ইসলামি ব্যাংক।  

আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে আইডিএলসি, লংকাবাংলা, ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন লিমিটেড।

সরকারি ব্যাংকের মধ্যে ট্রফি জিতেছে জনতা ব্যাংক।

জেনারেল ইন্সুরেন্স ক্যাটাগরিতে ট্রফি পেয়েছে যথাক্রমে গ্রীন ডেল্টা, রিলায়েন্স ও অগ্রণী ইন্সুরেন্স।

সিমেন্ট কোম্পানি ক্যাটাগরিতে ট্রফি পেয়েছে প্রিমিয়ার, হাইডেলবার্গ ও এমআই সিমেন্ট।

টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ট্রফি গেছে এনভয়, রহিম ও এইচআর টেক্সটাইলের কাছে।

ফার্মাসিউটিক্যাল ক্যাটাগরির পুরস্কার পেয়েছে স্কয়ার ও বেক্সিমকো।

অন্যান্য ক্যাটাগরিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লিন্ডে বাংলাদেশ ও গোল্ডেন হার্ভেস্ট ট্রফি জিতেছে।

বিদ্যুৎ সেক্টরের পুরস্কার জিতেছে সামিট পাওয়ার ও বারাকা পাওয়ার লিমিটেড।

বিপণনের সেরা পুরস্কার পেয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
আরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।