ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণে অর্থায়ন করবে এডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণে অর্থায়ন করবে এডিবি আগারগাঁওয়ে এডিবির সভাপতি বক্তব্য রাখছেন/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ঢাকায় সফররত এডিবি সভাপতি তাকেহিতো নাকাও বুধবার (২৮ ফেব্রুয়ারি) আগারগাঁও এডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।
 

এরইমধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া অংশে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ফিজিবিলিটি স্ট্যাডির কাজও শুরু হয়েছে।

 

এডিবি সভাপতি বলেন, বাংলাদেশে মেগা প্রকল্পে অর্থায়ন করছে এডিবি। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণেও অংশ নিবো।  তবে এই সেতু নির্মাণে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। তবে এতো বড় অংকের ঋণ দেয়ার স্বক্ষমতা আমাদের আছে কি না তা ভাবতে হবে। তবে সরকার যদি সহায়তা চায় তবে আমরা এই সেতু নির্মাণে অংশগ্রহণ করবো। ’

এসময় এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বর্তমানে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উপর ফিজিবিলিটি স্ট্যাডি চলছে। এখনও শেষ হয়নি। এটা শেষ হলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। তার এ সফরের সময়ই ‘লিড ডোনার’ বা প্রধান ঋণদাতা হিসেবে এডিবিকে দ্বিতীয় পদ্মা সেতুতে অর্থায়নের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।