ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুরে বসুন্ধরা এলপি গ্যাসের ‘স্বর্ণালী দিন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
রংপুরে বসুন্ধরা এলপি গ্যাসের ‘স্বর্ণালী দিন’ র‌্যাফেল ড্র বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা

রংপুরে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের পরিবেশক সম্মেলন ‘স্বর্ণালী দিন’। সম্প্রতি রংপুরের ভিন্ন জগৎ অ্যামিউজমেন্ট পার্কে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্বর্ণালী দিনে’ বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তা এবং রংপুর ও রাজশাহী বিভাগ থেকে প্রায় তিন শতাধিক পরিবেশক পরিবারের সদস্য অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভী।

সম্মেলনে পরিবেশকদের সঙ্গে সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করার ঘোষণা দেয় বসুন্ধরা গ্রুপ।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপটির ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, যারা দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপের সঙ্গে ব্যবসা করে আসছেন, তারা অবশ্যই জানেন সুদৃঢ় সম্পর্ক স্থাপনে বসুন্ধরা গ্রুপ বদ্ধপরিকর। আর সে জন্যই বসুন্ধরা এলপি গ্যাসের আজ এই বিশাল পরিবার। সবার সহযোগিতা ও ভালোবাসার কারণেই আজ দেশের এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা।  

তিনি জানান, পরিবেশকদের সব ধরনের সমস্যা সমাধানে বসুন্ধরা গ্রুপ আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে।

ফারুক রিজভী বলেন, সম্প্রতি ভোক্তাদের সুবিধার্থে বসুন্ধরা এলপি গ্যাসের দাম কমিয়ে আনা হয়েছে। এতে ভোক্তা চাহিদার পাশাপাশি পরিবেশকদের মাঝেও এর চাহিদা বেড়েছে। শুরু থেকেই এলপি গ্যাসের দামের ক্ষেত্রে পরিবেশকদের সুবিধা বসুন্ধরা এলপি গ্যাস দিয়ে আসছে।

অতিথিদের বক্তৃতা পর্বের আগে রংপুরের ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্রে পরিবেশকরা তাদের পরিবারসহ সব রাইডে চড়ার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। তাদের অংশগ্রহণে পরিবেশক সম্মেলন এক আনন্দঘন পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।  

দুপুরের খাবার পরিবেশনের পর আশপাশের বিভাগীয় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশকরা বক্তব্য রাখেন।  

তাদের কাছে বাড়তি আনন্দ হিসেবে যোগ হয় চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা শিরীন শীলা, কণ্ঠশিল্পী কর্নিয়া, কৌতুক অভিনেতা শাহীনের উপস্থিতি ও বিনোদনমূলক গান, নৃত্য ও নাটক পরিবেশনা ও র‌্যাফেল ড্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও মানবসম্পদ বিভাগের প্রধান ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফিনেন্স মাহাবুব আলম, হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন, সাপ্লাই চেইনের ডিজিএম সরোয়ার হোসেইন সোহাগ, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সেক্রেটারি মো. শরীফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।