ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লন্ডন থেইক্যাও এই শাড়ি পাইবেন না!

মনি আচার্য্য, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
লন্ডন থেইক্যাও এই শাড়ি পাইবেন না! হলিডে মাকের্টে ক্রেতাদের ভিড়-ছবি- সুমন শেখ

ঢাকা: মামা যানগা… আরেকবার দেইখ্যা লন। ২০০ টাকায় সুতি শাড়ি এখন আর মিলে না, তারপরও বিক্রি করতাছি। সপ্তাহে খালি একদিন, না কিনলে আবার আগামী শুক্রবার। নিলে ঠকবেন না, লন্ডন থেইক্যাও এই শাড়ি পাইবেন না!

রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকার হলিডে মার্কেটে এভাবেই নিজের ভাসমান দোকান থেকে শাড়ি কেনার জন্য বিভিন্ন মুখরোচক উক্তি ছুড়ে দিয়ে ক্রেতা টানার চেষ্টা করছেন সাবিনা বেগম।

শুধু সাবিনা বেগম নন, বিভিন্ন পণ্য নিয়ে তার মতো কয়েকশ’ দোকানি সাপ্তাহিক এ হলিডে মার্কেটে আসেন।

এতে তারা অনেকাংশে সফলও বলা যায়। শিল্পকলা একাডেমির প্রধান ফটক থেকে আয়কর মোড় পর্যন্ত বিস্তৃতি এ হলিডে মার্কেট ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হলিডে মার্কেটটি বরাবরই ক্রেতা-বিক্রেতার সমাগমে জমজমাট থাকে। মার্কেটটির বিশেষত্ব হলো, বেশি বিক্রির জন্য কম দামে বিক্রেতারা পণ্য বিক্রি করেন। অন্যদিকে ক্রেতারা সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনার জন্য প্রতি শুক্রবারেই ভিড় জমান মার্কেটটিতে।

মার্কেট ঘুরে দেখা যায়, মেয়েদের থ্রি-পিস, ওড়না, প্রসাধনী, ব্যাগ, কাপড়, শাড়ি, গৃহস্থালি পণ্যের পসরা বেশি। তবে ছেলেদের টি-শার্ট, শার্ট, লুঙ্গিও রয়েছে।

এসব পণ্য ক্রেতারা ১০, ২০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার মধ্যে কিনতে পারেন। দাম কম বলে এসব পণ্যের মান খারাপ তা বলা ঠিক হবে না। অনেক মানসম্মত পণ্যও এ হলিডে মার্কেটে পাওয়া যায়।

সুলভ মূল্যে মানসম্মত পণ্য পাওয়া যায় বলেও মার্কেটিতে সব শ্রেণীর ক্রেতারা সমান তালে ভিড় জমান।

হলিডে মার্কেটে মেয়েদের ব্যাগ বিক্রি করেন মোশারফ। তিনি বাংলানিউজকে বলেন, প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মার্কেট চলে। তবে বিকেল ৩টা থেকে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে, যা চলে মার্কেট শেষ হওয়া পর্যন্ত। কেনাবেচা ভালোই হয়। তবে মার্কেটটির সময় আরও একদিন বাড়ালে ভালো হতো।

হলিডে মার্কেটে শপিং করতে আসা ক্রেতা শিল্পী বাংলানিউজকে বলেন, আমি প্রতি শুক্রবার মার্কেটটিতে আসার চেষ্টা করি। এখানে অনেক কম দামে ভালো পণ্য পাওয়া যায়। কাপড় ছাড়া গৃহস্থালি পণ্যগুলোর মানও ভালো।

পাবনা ও সিরাজগঞ্জের লুঙ্গি নিয়ে হলিডে মার্কেটে এসেছেন ইমরান। তার দোকানে লুঙ্গি ২৫০-৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তিনি বাংলানিউজকে বলেন, জায়গাটা ছোট, আরেকটু বড় হলে ভালো হয়। তবে এখানে কেনাবেচা ভালোই হয়।

জাকিয়া হক হলিডে মার্কেট থেকে ৫০০ টাকায় দু’টি শাড়ি কিনেছেন। তিনি বাংলানিউজকে বলেন, গাড়ি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মার্কেটটি দেখে নামলাম। ৫০০ টাকায় দু’টি শাড়ি কিনেছি। দাম কম বলে শাড়িগুলোর মান ভালো নয়, তা কিন্তু নয়। যথেষ্ট ভালো মানের শাড়িও আছে এখানে।

উল্লেখ, রাজধানীর দুই সিটি করপোরেশন বিভিন্ন সময় অভিযান চালিয়ে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছে। এসব হকারদের জীবিকার কথা চিন্তা করে প্রতি শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় হলিডে মার্কেট বসিয়ে তাদের কেনাবেচার ব্যবস্থা করে দিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন। এ হলিডে মার্কেটগুলোর মধ্যে একটি শিল্পকলা একাডেমি থেকে আয়কর মোড় পর্যন্ত অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এমএসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।