ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুনামগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
সুনামগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।

শনিবার (১৭ মার্চ) বিকেলে শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে (বালুর মাঠ) এ মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার হাবীব উল্লাহ, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি খাইরুল হুদা চপল, জেলা পরিষদের সদস্য সৈয়দ তারিক হাসন দাউদ, সহ সভাপতি আমিনুল ইসলাম, পরিচালক নূরুল ইসলাম বজলু প্রমুখ।

উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন অথিতিরা।

এ বছর মেলায় ৮০টি স্টল স্থান পেয়েছে। এছাড়া মেলায় বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন খেলাধুলার রাইড।

চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাসব্যাপী চলবে এ মেলা।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।