ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল স্থলবন্দরে উন্নয়ন সভা শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
বেনাপোল স্থলবন্দরে উন্নয়ন সভা শুক্রবার বেনাপোল স্থলবন্দর, যশোর/ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের যোগ্যতা অর্জন করায় বেনাপোল স্থলবন্দরে উন্নয়ন সভা অনুষ্ঠিত হবে শুক্রবার (২৩ মার্চ)।

শুক্রবার বিকেল ৩টায় বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুছ ছাত্তার শেখ ও বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।

বৃহস্পতিবার (২২ মার্চ) বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, অনুষ্ঠেয় এ উন্নয়ন সভায় ভারতের সঙ্গে আমদাদি-রফতানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা, চলমান কার্যক্রম ও অর্জিত সাফল্যে বিষয়ে আলোচনা হবে। এতে বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সব ব্যবসায়ী সংগঠনের নেতা ও সামাজিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ধরনের আয়োজন বন্দর উন্নয়ন ও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলেও জানান ট্রাফিক আমিনুল ইসলাম ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।