ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে (সোমবার) ২৬ মার্চ সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে।

তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখব।

তবে ২৭ মার্চ মঙ্গলবার থেকে যথারীতি আমদানি-রফতানি চলবে বলে জানান তিনি।

প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।