ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫৩ পৌরসভার উন্নয়নে কুয়েতের ৪১৮ কোটি টাকার ঋণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
৫৩ পৌরসভার উন্নয়নে কুয়েতের ৪১৮ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা: বাংলাদেশের আট বিভাগের ৫৩ পৌরসভার অবকাঠামো উন্নয়নে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি) ৫ কোটি ১০ লাখ ডলার ঋণ দিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১৮ কোটি ২ লাখ টাকা। আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এ ঋণ দিলো কুয়েত।

মঙ্গলবার (২৭ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং কেএফএইডি’র উপ-মহাপরিচালক হামাদ আল-ওমর নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

 

স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ছোট ও মাঝারি ৫৩ পৌরসভার সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় ৮৮৬ কোটি ৬০ লাখ টাকা। বাকি ব্যয় সরকারি খাত থেকে মেটানো হবে।  

প্রকল্পের আওতায় পৌরসভার কৃষি, শিল্প, অর্থনৈতিক উন্নয়ন, উন্নত নাগরিক সুবিধা ও নিষ্কাশন ব্যবস্থা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়াও পৌরসভার লাইটিং এবং অন্যান্য নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে আর্থসামাজিক সুবিধা বৃদ্ধি করা হবে।  

প্রকল্প ঋণের সুদের হার ২ শতাংশ। ২৫ বছরে সুদসহ সমস্ত অর্থ কুয়েত সরকারকে পরিশোধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।