ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএ ফার্মের যোগসাজশে শেয়ার বাজারে দুর্নীতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
সিএ ফার্মের যোগসাজশে শেয়ার বাজারে দুর্নীতি শ্রেষ্ঠ কমিটির সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ঢাকা: শেয়ার বাজারের বিভিন্ন কোম্পানির সঙ্গে কিছু সিএ ফার্ম যোগসাজশ করে বিভিন্ন সময় আর্থিক বিষয়ের ভুল তথ্য দেয়ায় সাধারণ শেয়ার হোল্ডাররা প্রতারিত হচ্ছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুর্নীতি প্রতিরোধে শ্রেষ্ঠ কমিটির সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

দুদক চেয়ারম্যান বলেন, শেয়ার বাজারে বিশেষ ক্ষেত্রে কিছু অসাধু প্রতিষ্ঠানের কর্মকর্তারা কোম্পানির আর্থিক বিবরণী দিচ্ছে, যেটি সম্ভবত সঠিক না। বিভিন্ন সিএ ফার্মের সঙ্গে হাত মিলিয়ে তারা এ ধরনের কাজ করছেন। আবার ওই ফার্মই সেই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী যখন ব্যাংকে জমা দিচ্ছে, তখন সেটি সম্পূর্ণ ভিন্ন। আবার একই ফার্ম একই কোম্পানির ইনকাম ট্যাক্সের যে রিপোর্ট জমা দিচ্ছে, সেটি অন্যরকম।

অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ইকবাল মাহমুদ বলেন, আমরা এ ধরনের অভিযোগ পেয়েছি; তবে এখনো তদন্তে যাইনি। আমরা প্রত্যাশা করি সিএ ফার্মগুলো সঠিক তথ্য প্রদান করবে। তবে সেটি না হয়ে থাকলে আমরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে তদন্ত করে দেখতে পারেন, অথবা যদি অনুমতি দেন আমরাও তদন্ত করতে পারি।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, মানুষ সাধারণত অভাবের কারণে দুর্নীতি করে। তবে আমরা জনগণের অভাব দূর করার চেষ্টা করেছি। দেশে এখন দুর্নীতি অনেক কমে গেছে। অভাবের কারণে না খেতে পেয়ে মারা যাচ্ছে, এমন মানুষ এখন বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। এরপরেও যারা দুর্নীতি করছেন তারা লোভের কারণে করছেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের দুর্নীতি অনেক কমে গেছে এবং আশা করছি আগামীতে তা আরো কমে আসবে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে, তবে তা বাস্তবায়নে বেশ সময় লাগবে।

দুর্নীতি প্রতিরোধে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ কমিটিগুলোর প্রায় ১০০ জন সদস্যকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী শেষে শিশুশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।