ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে কৃত্রিম সংকট তৈরি বন্ধ করতে নজরদারি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
বাজারে কৃত্রিম সংকট তৈরি বন্ধ করতে নজরদারি  সেমিনারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-ছবি-বাংলানিউজ

ঢাকা: বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধির পাঁয়তারা রুখতে নজরদারি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা নিশ্চিতকরণ- বাংলাদেশে প্রতিযোগিতা কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

তোফায়েল আহমেদ বলেন, বাজার ব্যবস্থা, মূল্যবৃদ্ধি বন্ধ করতে একচেটিয়া কারবারিদের প্রতি নজর রাখা হচ্ছে। দাম বৃদ্ধির জন্য বাজারে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখা হবে। বাজারে কারও এককভাবে কর্তৃত্ব করতে দেওয়া যাবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তারকারীদের নির্মূল, সুস্থ প্রতিযোগিতায় উৎসাহিত করা, ব্যবসা-বাণিজ্যে স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। ভবিষ্যতে প্রতিযোগিতা কমিশন আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে আমরা যুগোপযোগী পরিকল্পনা নিয়েছি।

নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, রড সিমেন্টের দাম বেড়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জেনেছি, আগে প্রতি ট্রাকে ২০ টন করে রড-সিমেন্ট পরিবহন করা হতো। রাস্তা ঠিক রাখার জন্য এখন ১০ টন করে পরিবহন করা হচ্ছে। এতে পরিবহন খরচ দ্বিগুণ হয়ে গেছে। এছাড়া ডলারের দাম বেড়েছে। এরপরও রড-সিমেন্টের দাম যাতে সমন্বয় করে বাড়ানো হয়, এ জন্য আগামী মাসে আমি এটা নিয়ে সব পক্ষের সঙ্গে বসবো।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আর কিছুদিন পরেই রমজান মাস শুরু হচ্ছে। রোজার মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। মুনাফা লোভীদের দৌরাত্ম্য বন্ধ করতে প্রতিযোগিতা কমিশন কাজ করবে বলে আশা করছি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিবলী রুবায়েত উল্লাহ, বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন ইকবাল খান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমসি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।