ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লোকসানি শাখা বেড়েছে সোনালীর, কমেছে রূপালীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
লোকসানি শাখা বেড়েছে সোনালীর, কমেছে রূপালীর

ঢাকা: এক বছরের ব্যবধানে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে লোকসানি শাখা কমেছে গড়ে ১৭৫টি। আবার উল্টো হয়েছে সোনালী ব্যাংকের ক্ষেত্রে। বছর শেষে ব্যাংকটির লোকসানি শাখা বেড়েছে ৫৭টি।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক চাপে যত্রতত্র শাখা খোলার কারণেই লোকসানি শাখা কমছে না। বছরের পর বছর এসব শাখার লোকসানের কারণে জনগণের করের টাকায় মূলধন ঘাটতি পূরণ করে যাচ্ছে সরকার।

জানা গেছে, ২০১৬ সালে চার ব্যাংকের লোকসানি শাখার সংখ্যা ছিল ৪৮৯টি। বছর শেষে সোনালী ব্যাংকের লোকসানি শাখা ছিল ১২৪টি। এক বছরে ব্যাংকটির লোকসানি শাখা ৫৭টি বেড়ে ২০১৭ সালে দাঁড়িয়েছে ১৮১টিতে। বর্তমানে সোনালী ব্যাংকের দেশব্যাপী শাখার সংখ্যা এক হাজার ২০০টি।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনাদের শ্রেণিকৃত ঋণের আশানূরূপ কোনো উন্নতি হয়নি, যা গত বছরের চেয়ে বেড়ে ৩৫ দশমিক ৯৬ শতাংশ হয়েছে, এটা কাঙ্ক্ষিত বা সন্তোষজনক নয়। এছাড়াও লোকসানে আছে আপনাদের ব্যাংকের ১৮১টি শাখা, যেখানে ২০১৫ সালে ছিল ১২৪টি’। লোকসানে থাকা শাখাগুলোকে লাভজনক করে তুলতে ব্যাংক কর্মকর্তাদের ‘টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান’ নেওয়ার পরামর্শ দেন গভর্নর।

এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বাংলানিউজকে বলেন, বিভিন্ন কারণে অনেক আগে থেকে এসব শাখা লোকসানি হয়ে পড়েছে। লোকসানি শাখা কমাতে নানা ধরনের উদ্যোগও গ্রহণ করেছি। ফলে ধীরে ধীরে লোকসানি শাখা কমে যাবে।

২০১৬ সালে রূপালী ব্যাংকের ১৪৩টি লোকসানি শাখা থাকলে এক বছরে ব্যাংকটির লোকসানি শাখা কমেছে ১১০টি। ২০১৭ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির লোকসানি শাখার সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৩৩টিতে।

লোকসানি শাখা কমার বিষয়ে জানতে চাইলে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান বাংলানিউজকে বলেন, ২০১৭ সালে বার্ষিক সাধারণ সভায় বলেছিলাম, ১৭ সাল হবে আমাদের ঘুরে দাঁড়ানোর বছর। আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি ব্যাংকটিকে সরকারি সব ব্যাংকের শীর্ষে নিয়ে যাওয়ার। আশা করছি ২০১৯ সালের এজিএমে আমরা শীর্ষে পৌঁছে গেছি, সেই ঘোষণা দিতে পারবো।

রূপালী ব্যাংকের মত অগ্রণী ও জনতা ব্যাংকের লোকসানি শাখা কমেছে। ২০১৬ সালে অগ্রণী ব্যাংকের লোকসানি শাখা ছিল ১২৩টি। ২০১৭ সালের ডিসেম্বর শেষে ৮০ টি লোকসানি শাখা কমে এখন দাড়িয়েছে ৪৩টিতে। একই ভাবে ২০১৬ সালে জনতা ব্যাংকের লোকসানি শাখা ৯৯টি থেকে কমে দাড়িয়েছে ৫৭টিতে। এক বছর পর ব্যাংকটির লোকসানি শাখা কমেছে ৪২টি।

এবিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, লোকসানি শাখা কমাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষেল দক্ষতা, সঠিক ভাবে নিরীক্ষা ও মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে। আর এসব কিছুর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।