ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসবিএসি ব্যাংকের সঙ্গে হোটেল কক্স টুডে’র চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এসবিএসি ব্যাংকের সঙ্গে হোটেল কক্স টুডে’র চুক্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের ও হোটেল দ্য কক্স টুডে’র কর্মকর্তারা/ ছবি: বাংলানিউজ

ঢাকা: সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও হোটেল দ্য কক্স টুডে’র মধ্যে চুক্তি হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয়েছে।

চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা দ্য কক্স টুডে হোটেলের বিভিন্ন সেবায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ এবং হোটেল দ্য কক্স টুডের সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক মহিউদ্দিন খান খোকন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক, এসইভিপি শফিউদ্দিন আহমেদ ও মো. গোলাম নবী, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
পিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।