ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আরাস্তু খান।মঙ্গলবার (১৭ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে সাবেক এই সচিব পদত্যাগ করেন বলে জানিয়েছে ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র।  

এদিকে পদত্যাগের পর ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে চেয়ারম্যান আরাস্তু খানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির শীর্ষ পাঁচ কর্মকর্তাকে অপসারণ করা হয়। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়, তারা সবাই পদত্যাগ করেছেন।
 
গত বছরের জানুয়ারিতে ইসলামী ব্যাংকে ব্যাপক রদবদল হয়। ওই সময় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নানকে সরিয়ে দেওয়া হয়।  

এরপরই ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আরাস্তু খান। আর নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। আর নতুন এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয় ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আব্দুল হামিদ মিঞাকে।

এরমধ্যে গতবছরে পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এসই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।