ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গীতাঞ্জলি জুয়েলার্সের নতুন শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
গীতাঞ্জলি জুয়েলার্সের নতুন শাখা উদ্বোধন গীতাঞ্জলি জুয়েলার্সের নতুন শাখা উদ্বোধন

ঢাকা: অলঙ্কার জগতের সেরা পথিকৃৎ গীতাঞ্জলি জুয়েলার্স গোল্ড এবং ডায়মন্ড জুয়েলারির তৃতীয় শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (২০ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে এ শাখার উদ্বোধন করা হয়।

শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গীতাঞ্জলি জুয়েলার্সের চেয়ারম্যান পবন কুমার, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী ও কুসুম দেবী।



এ শাখাটিতে গোল্ড নেকলেস সেট, ইয়ার রিং, লকেট সেট, আংটি, চুরি, পায়েল, চেইন, কয়েন এবং ডায়মন্ড নেকলেস সেট, ইয়ার রিং, লকেট সেট, লকেট, আংটি, চুরি, নাকফুল, প্লাটিনাম আংটি ও বিভিন্ন ধরনের ডায়মন্ড ও গোল্ড জুয়েলারি পাওয়া যাবে।

উদ্বোধন উপলক্ষে গীতাঞ্জলি জুয়েলার্স দিচ্ছে প্রতিদিন লটারির মাধ্যমে একজন করে সৌভাগ্যবান বিজয়ীকে আকর্ষণীয় ডায়মন্ড গহনা দেওয়া হবে। আর এই বিশেষ সুযোগটি থাকছে ২০ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত।  

এছাড়া মেগা সেলের ওপর স্পেশাল অফার ৩৭ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।