ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রপার্টি ডেভেলপমেন্ট-লংকান ফাইন্যান্স চুক্তি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
প্রপার্টি ডেভেলপমেন্ট-লংকান ফাইন্যান্স চুক্তি  প্রপার্টি ডেভেলপমেন্ট-লংকান ফাইন্যান্স চুক্তি সই অনুষ্ঠান

ঢাকা: প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডকে ২০ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণে এ ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। 

বুধবার (২৫ এপ্রিল) বিকেলে গুলশানের লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের কার্যালয়ে প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান উজমা চৌধুরী ও লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ এলাপাটা এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।  

লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স বাংলাদেশের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শ্রীলংকান একটি আর্থিক প্রতিষ্ঠানের যৌথ অংশীদারিত্বে গঠিত ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।

 

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।