ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ৬, ২০১৮
বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু টিসিবির পণ্য কিনছেন ক্রেতারা। ছবি: বাংলানিউজ

বরিশাল: রমজান মাসকে সামনে রেখে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে বরিশালে টিসিবির ( ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)পণ্য বিক্রি শুরু হয়েছে।

তবে ডিলাররা এখনও পণ্য সরবারহ না করায় রোববার (মে ০৬) সকাল থেকে টিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু হয়।

টিসিবির আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, সাশ্রয়ীমূল্যে গুনগত মানসম্মত পণ্য সরবারহ করা হয়েছে।

যারমধ্যে ভোক্তা পর্যায়ে প্রতিকেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল(অস্ট্রেলিয়া) ৫৫ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা, ছোলা (অস্ট্রেলিয়া) ৭০ টাকা ও খেজুর ১২০টাকা দরে বিক্রি করা হচ্ছে।

রোববারে বরিশালের টিসিবির নিয়োগ দেওয়া ডিলারদের এ পণ্য বিক্রির কথা ছিলো। তবে বরিশাল নগরের ৩৯ জনসহ বিভাগে মোট ১২৩ জন ডিলার দাম বেশির অজুহাতে এখন পর্যন্ত কেউ পণ্য বিক্রি করতে রাজি হয়নি।

টিসিবি বরিশালেল অফিস প্রধান হাওলাদার মাসুম বাংলানিউজকে জানান, ‘সকাল থেকে বরিশালের একটি স্পর্টে টিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু হয়েছে। ডিলাররা লাভ-লোকসানের হিসেব করে এখনো কেউ পণ্য সরবারহ করেনি। তাদের বারবার বলেও কোনো কাজ হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে০৬, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।