ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনা-দর্শনা ডাবল লাইন রেলপথের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, মে ৮, ২০১৮
খুলনা-দর্শনা ডাবল লাইন রেলপথের অনুমোদন রেলপথ

ঢাকা: খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫০৬ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে ভারতীয় ঋণ ২ হাজার ৬৯০ কোটি টাকা।

মঙ্গলবার (৮ মে) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ১৩ হাজার ২শ’ ৮৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে মোট ১৩টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেলপথের বিদ্যমান সমস্যা দূর করতেই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। ঢাকা-খুলনা এবং খুলনা-চিলাহাটি (লালমনিরহাট) করিডরে পরিবহনে সক্ষমতা বৃদ্ধি করা হবে। ভারতের সঙ্গে রেলপথে মালামাল পরিবহনেও প্রকল্পটি অবদান রাখবে।

জরুরি বিদ্যুৎ উৎপাদনের জন্য হারিয়ান, ভেড়ামারা পাওয়ার প্ল্যান্টে ভারত থেকে মালামাল পরিবহন করা হবে। ফরিদপুর, রংপুর ও ঠাকুরগাঁওয়ে তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে সরকার। এসব স্থানে তেল পরিবহন করা হবে এই রেলপথে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।