ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লালমনিরহাটে সীমান্ত ব্যাংকের যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মে ৯, ২০১৮
লালমনিরহাটে সীমান্ত ব্যাংকের যাত্রা শুরু ব্যাংক উদ্বোধন করছেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।

লালমনিরহাট: লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত ব্যাংকের ১০ম শাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ মে) দুপুরে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের উদ্বোধন করেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ক্যান্টিনের কাছে সীমান্ত ব্যাংকের ১০ম শাখাটির যাত্রা শুরু হলো।

উত্তরাঞ্চলে এটিই সীমান্ত ব্যাংকের একমাত্র শাখা।

সীমান্ত ব্যাংক হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শফিউল আরিফ, বিজিবি রংপুর সেক্টরের উপ মহাপরিচালক কর্নেল ইএম আজিজুল কাহহার, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এসএম হামিদ বাবু, পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।