ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করপোরেট ও ব্যক্তি কর কমলে বাড়বে রাজস্ব 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ১২, ২০১৮
করপোরেট ও ব্যক্তি কর কমলে বাড়বে রাজস্ব  প্রাক বাজেট আলোচনায় অর্থনীতিবিদ, ব্যবসায়ীরা

ঢাকা: সরকারের রাজস্ব আয়ের বড় যোগান আসে অভ্যন্তরীণ উৎস থেকে। তবে ব্যক্তি খাত ও করপোরেট করের হার কমিয়ে আনা হলে রাজস্ব আয় আরও বাড়বে বলে মত আলোচকদের। 

আসন্ন বাজেট নিয়ে প্রাক বাজেট আলোচনায় অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা এ মত দেন।  

শনিবার (১২ মে) বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলনে কেন্দ্রে ডিসিসিআই, সমকাল ও চ্যালেন২৪ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

 

স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান। কর নীতিমালা সহজীকরণসহ সব নীতিমালার সংস্কার, করহার হ্রাস, ট্যাক্স কার্ড প্রদান, ব্যবসায় ব্যয় হ্রাস, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন ও নিডমা প্ল্যাটফর্ম প্রবর্তনের উপর গুরুত্বারোপ করা প্রয়োজন বলে জানান তিনি।  

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, করপোরেট কর যৌক্তিকহারে পর্যায়ক্রমিকভাবে কমানোর প্রয়োজন। করের হার হ্রাসের ফলে রাজস্ব আহরণের পরিমাণের উপর যেন কোনো অভিঘাত না আসে সে বিষয়ে যত্নবান হওয়ার পরামর্শ দেন। দক্ষ জনবল তৈরি ও গবেষণা কার্যক্রম বাড়ানোয় জোর দেন তিনি।

পিআরআই’র নির্বাহী পরিচালক ড. আহসান এএইচ মানসুর বলেন, ৭ বছরে জিপিডিতে রাজস্বের অবদান আশানুরূপভাবে বাড়েনি, যা উদ্বেগের বিষয়। দেশের উন্নয়ন কর্মকাণ্ড যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান।  
 
ফিকি’র সাবেক সভাপতি রূপালী চৌধুরী বলেন, বাংলাদেশ কেন দেশি/বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারছে না, তা আমাদের ভেবে দেখতে হবে। ভারতের বিভিন্ন প্রদেশের সরকার বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেয়, যা বাংলাদেশেও প্রচলন করা প্রয়োজন।  

তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা মো. আজিজুল ইসলাম বলেন, একটি দেশের অর্থনীতির ক্রমবিকাশের জন্য বিনিয়োগ বাড়ানো, অবকাঠামো, পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি এবং সমুদ্রবন্দরগুলোর উন্নয়ন প্রভৃতি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

সিপিডির সম্মানিত ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ফলে নতুন শিল্প স্থাপনে উদ্যোক্তারা জমি প্রাপ্তির ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তা নিরসন করতে হবে।
 
বিআইডিএসর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেন, নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের পরিমাণ ২৫ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা এবং বাজটে নারী উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার একটি বিশেষায়িত ফান্ড গঠন করতে হবে।   

সমাপনী বক্তব্যে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, গত একবছরে নিউজপ্রিন্টের দাম দ্বিগুণ বাড়ার ফলে সংবাদপত্র খাত হুমকির মুখে পড়েছে।  
 
‘বিনিয়োগ, ফিন্যান্সিয়াল সেক্টর এবং পুঁজিবাজার’ সেশনের আলোচনায় আইডিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান, গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল প্যাটরিক ফোলে, ফিকির সভাপতি শেহজাদ মুনিম, পিডব্লিউসি বাংলাদেশ ম্যানেজিং পার্টনার মামুন রশিদ অংশ নেন।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মে ১২, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।