ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে খুলনায় অব্যাহত থাকবে ভেজালবিরোধী অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৮
রমজানে খুলনায় অব্যাহত থাকবে ভেজালবিরোধী অভিযান ভেজালবিরোধী অভিযানে জেলা প্রশাসন ও অন্যরা, ছবি: বাংলানিউজ

খুলনা: পবিত্র মাহে রমজানে নিয়মিত ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে মহানগরীর বড় বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান।

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ, মজুদ এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণের লক্ষে বাজার পরিদর্শন করেন তিনি।

এসময় জেলা প্রশাসক দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পাইকারি ও খুরচা ব্যবসায়ীদের অনুরোধ করেন। এছাড়া তিনি সব দোকানে দৃশ্যমান স্থানে প্রতিটি পণ্যের মূল্য টাঙাতে হবে এবং ফুটপাতকে দখলমুক্তরাখতে সব অবৈধ স্থাপনা অপসারণে ব্যবসায়ীদের নিদের্শ দেন।

রজমানে বেশি বেশি বাজার মনিটরিং জোরদার করা হবে বলে তিনি জানান।

এসময় জেলা প্রশাসনের সঙ্গে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূর-ই-আলম, জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদারসহ পাইকারি ও খুরচা ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।