ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দোরগোড়ায় রমজান, সাভারে জমজমাট মুড়ির বাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ১৭, ২০১৮
দোরগোড়ায় রমজান, সাভারে জমজমাট মুড়ির বাজার বিকিকিনি জমে উঠেছে এক মুড়িব্যবসায়ীর। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): আসছে রহমতের মাস রমজান। আর এ সময়ে ইফতারের সময় মুড়ি ছাড়া চিন্তাই করা যায় না। যতো মজাদার খাবারই হোক না কেন, একটু মুড়ি না হলে যেন ইফতার খানিকটা বাকি থেকে যায়।শুধু ইফতার নয়, হালকা নাস্তার বেলায়ও বাঙালির কাছে মুড়ি বেশ প্রিয় খাবার। গ্রাম থেকে শহর সব জায়গাতেই সবাই  মুড়ি খেতে পছন্দ করেন।

সাভারের নামাবাজার এলাকা ঘুরে দেখা যায় মুড়ি উৎপাদন ও পাইকারি বিক্রিতে ধুম লেগেছে।

রমজান মাসে মুড়ির এ চাহিদার যোগান দিতে খানিকটা ব্যস্ত সময় পার করছেন মুড়ি উৎপাদক ব্যবসায়ীরা।

তাই জমজমাট হয়ে উঠেছে মুড়ির এ বাজার।

মোহাম্মদ খালেক নামের এক মুড়িব্যবসায়ী বাংলানিউজকে জানান, বছরের অন্যান্য সময় যেখানে এক একজন ব্যবসায়ী মাসে তিন ট্রাক চালের মুড়ি উৎপাদন করেন, সেখানে রমজান মাসে এর চাহিদা বেড়ে প্রায় ছয় ট্রাক এসে দাঁড়ায়।

প্রতিটি ট্রাকে চাল আসে ২৮০ থেকে ৩০০ বস্তা এবং প্রতি বস্তায় চাল থাকে ৫০ কেজি করে। তবে মুড়ি উৎপাদনের সময় প্রতি বস্তা চালে ছয় থেকে সাত কেজি চালের মুড়ি কমে যায়।

বাজারে মানভেদে মুড়ি ৮০ টাকা খেকে শুরু করে ১৫০ টাকা দামে বিক্রি হয়ে থাকে। শুধু সাভারই নয় রাজধানী ঢাকা, আশুলিয়া, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন স্থানে বিক্রি হয় এখানকার এ মুড়ি।
সাধারণত শবে বরাতের পর থেকে রমজানের ১৫ দিন পর্যন্ত মুড়ির চাহিদা বেশি থাকে। এরপর থেকেই তা কমতে শুরু করে।

রমজানের প্রথম ১৫ দিনে মুড়ির ক্রেতা যেমন বেড়ে যায়, তেমনি ভাবে বাড়ে সিজনাল মুড়ি বিক্রেতা। বিভিন্ন কোম্পানিও তাদের প্যাকেটজাত মুড়ির চাহিদা মেটাতে সংগ্রহ করে থাকে এ মুড়ি।

কিন্তু জ্বালানি ও গ্যাসের সমস্যা ও বিভিন্ন ধরনের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চহিদামতো মুড়ি উৎপাদন করতে পারছেন না বলে জানান ব্যবসায়ীরা।

অপরদিকে বাজারে মুড়ির যোগান বেশ ভালো থাকলেও রমজানের আগে এর দাম বেড়ে যাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের।

নাজনীন নামের একজন মুড়িক্রেতা বাংলানিউজকে জানান, প্রায় সারাবছরই বাসায় মুড়ির চাহিদা থাকে। রমজানকে সামনে রেখে মুড়ি কিনতে এসেছি। তবে আগের থেকে বাজারে মুড়ির দাম কেজিপ্রতি ৫-১০ টাকা বেশি।

মুড়িতে শরীরের শক্তি বৃদ্ধি, হজমে সাহায্য, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদরোগ প্রতিরোধ ও ওজন কমানোসহ বেশ কিছু উপকারিতা থাকাতে মানুষের মধ্যে মুড়ির চাহিদা ব্যাপক। আর তাই এ শিল্পকে বাঁচিয়ে রাখতে আমাদের সকলের সচেষ্ট থাকা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ১৭, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।