ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এতদিন স্বর্ণ চোরাচালান হতো, এখন আমদানি হবে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এতদিন স্বর্ণ চোরাচালান হতো, এখন আমদানি হবে 

ঢাকা: এতদিন চোরাচালানের মাধ্যমে স্বর্ণ আসত বাংলাদেশে। এখন আর সেটি হবে না। এখন স্বর্ণের বার আমদানি হবে।

বুধবার (২৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, আগে কখনও এই দেশে স্বর্ণ আমদানি হয়নি।

এখন হবে। বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পাওয়ার পর স্বর্ণ আমদানি করা যাবে। এটি এখন মন্ত্রী পরিষদের সভায় তোলা হবে। সেখানে অনুমোদনের পর কার্যকর হবে।

মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধ স্বর্ণ আমদানি প্রতিরোধের পাশাপাশি দেশীয় বাজারের চাহিদা মেটানোর জন্য এই নীতিমালা করা হচ্ছে। নীতিমালা হলে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিয়ে ডিলাররা স্বর্ণের বার আমদানি করতে পারবেন।  

জানা যায়, আমদানি করা বার অলংকার তৈরি ও মূল্য সংযোজনের পর আবার রপ্তানির সুযোগ থাকবে। তবে ব্যক্তিগত ভাবে কেউ আর স্বর্ণের বার আনতে পারবেন না। অলংকার আনতে পারবেন নিদিষ্ট পরিমাণ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসই/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।