ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন নোট বিতরণ শুরু ৩ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
নতুন নোট বিতরণ শুরু ৩ জুন

ঢাকা: ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ জুন থেকে নতুন নোট বিনিময় শুরু করবে বাংলাদেশ ব্যাংক। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে বিতরণ চলবে ১৪ জুন পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় চলবে।

তবে একই ব্যক্তি একবারের বেশি নতুন নোট নিতে পারবেন না। নোট নেওয়ার সময় কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ অনুযায়ী যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবে।

রোববার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের মধ্যে নোট বিনিময়ে নিযুক্ত ব্যাংকগুলোর তালিকা প্রকাশ করেছে।

যে সব ব্যাংক শাখায় নোট বিনিময় করা যাবে- 
১. ন্যাশনাল ব্যাংক লিমিটেড, যাত্রাবাড়ী শাখা, ঢাকা।
২. জনতা ব্যাংক লিমিটেড, আব্দুল গণি রোড করপোরেট শাখা, ঢাকা।
৩. অগ্রণী ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।
৪. দি সিটি ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা।
৫. সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
৬. সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা।
৭. উত্তরা ব্যাংক লিমিটেড, চকবাজার শাখা, ঢাকা।
৮. সোনালী ব্যাংক লিমিটেড, রমনা করপোরেট শাখা, ঢাকা।
৯. ঢাকা ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা, ঢাকা।
১০. আইএফআইসি ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা।
১১. রূপালী ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা।
১২. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর শাখা, ঢাকা।
১৩. জনতা ব্যাংক লিমিটেড, রাজারবাগ শাখা, ঢাকা।
১৪. পূবালী ব্যাংক লিমিটেড, সদরঘাট শাখা, ঢাকা।
১৫. শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, মালিবাগ শাখা, ঢাকা।
১৬. ওয়ান ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা।
১৭. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা।
১৮. ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা।
১৯. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, বনানী শাখা, ঢাকা।
২০. ব্যাংক এশিয়া লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।