ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাপড়ের রং দিয়ে সেমাই তৈরি, ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মে ২৭, ২০১৮
কাপড়ের রং দিয়ে সেমাই তৈরি, ৬ লাখ টাকা জরিমানা কাপড়ে ব্যবহৃত রং ও মেয়াদোত্তীর্ণ উপাদান, ছবি: বাংলানিউজ

ঢাকা: কাপড়ে ব্যবহৃত রং দিয়ে সেমাই তৈরি এবং মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে বিভিন্ন বেকারি পণ্য তৈরি করার দায়ে রাজধানীর তিনটি বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ মে) বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর রায়েরবাজার এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-২।

সারওয়ার আলম বাংলানিউজকে জানান, খান ফ্যাক্টরিতে কাপড়ের রং ব্যবহার করে সেমাই তৈরি এবং অত্যন্ত নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে মালিক আব্দুর রব খানকে ১ বছর, ম্যানেজার ফারুককে ৬ মাস, কারিগর সাজ্জাদ, লাভলু, হাফিজুর রহমান ও মাসুদ আলমকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

একই অপরাধে ঢাকা মডার্ন বেকারিকে ১ লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে রানা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় দুই মাংস বিক্রেতাকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ২৭, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।