ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল-পেট্রাপোল বন্দরের লিং রোডের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, মে ২৮, ২০১৮
বেনাপোল-পেট্রাপোল বন্দরের লিং রোডের উদ্বোধন বেনাপোল-পেট্রাপোল বন্দরের লিং রোডের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বাণিজ্যক গতিশীলতা বৃদ্ধি ও যানজট নিরসনে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে সংযুক্ত বেনাপোল বন্দরের একটি লিং রোডের উদ্বোধন করা হয়েছে। তবে লিংক রোডটি এর আগেও একবার উদ্বোধন হয়ে পরে বন্ধ হয়ে যায়। তখন এ পথে ভারতের সঙ্গে রফতানি বাণিজ্য হতো। এখন আপাতত এ রুটে ভারতীয় খালি ট্রাক যাতায়াত করবে বলে জানা গেছে।

সোমবার (২৮ মে) দুপুর ১টার দিকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের কর্মকর্তারা যৌথভাবে এ লিংক রোডের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন-বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী, যুগ্ম কমিশনার আ ম আমিমুল এহসান, বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, কাস্টমস হাউজ বেনাপোল অফিস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মুর্তজা, সাধারণ সম্পাদক আব্দুল্লা মোস্তফা আল মামুন, বেনাপোল স্থলবন্দর ইমপ্লোয়েজ ইউনিয়নের সভাপতি জাবেদি বিল্লাল, সিনিয়ার সহ-সভাপতি মনির হোসেন মজুমদার প্রমুখ।

ভারতের পক্ষে ছিলেন কাস্টমসের সহকারী কমিশনার  এইচ এল সঙ্গতি ও তার সহকর্মীরা।

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী বলেন, দিন দিন এ পথে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কিছু সমস্যার কারণে বাণিজ্য ব্যাহত হচ্ছিল। বিশেষ করে যানজটে পণ্য পরিবহনে সমস্যা ও পথচারীদের ভোগান্তি হচ্ছে। বন্দরের বাইপাস সড়কে এ লিং রোডটি খুলে দেওয়ার ফলে এখন যানজট ৩০ শতাংশ হ্রাস পাবে। তিনি বৈধ ব্যবসায়ীদের সব সহযোগিতার আশ্বাস দেন ও রাজস্ব আয়ে সহযোগিতা কামনা করেন।

জানা যায়, বেনাপোল বন্দরের একই পথে আমদানি-রফতানি ও খালি ট্রাক আসা যাওয়া করছে। এতে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা ট্রাক চালকরা বন্দরে পণ্য খালাস শেষে দ্রুত ফিরতে না পেরে বন্দর সড়কে দাঁড়িয়ে থাকতো। ফলে সার্বক্ষণিক যানজটে মারাত্মকভাবে বাণিজ্য ব্যাহত হতো। সাধারণ ব্যবসায়ীরা মনে করছেন লিং রোডটি খুলে দেওয়ার ফলে যেমনি যানজট নিরসন হবে, তেমনি দ্রুত বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এজেডএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।