ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক নিয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুন ২, ২০১৮
ব্যাংক নিয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের ব্যাংক খাতে সমস্যা হলে আবাসনসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ ক্ষেত্রে সতকর্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। 

শনিবার (০২ জুন) দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।  

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও সেন্টার ফর কমিউনিকেশান নেটওয়ার্কের উদ্যোগে এ এ আলোচনা সভার আয়োজন করে।

 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট তাসমিয়াহ নুহিয়া আহমেদ। সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন।  

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ব্যাংক খাত নিয়ে আমাদের আরো সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে আমাদের আরও যত্নবান হয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এখানে যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে।

‘আমাদের মৌলিক অধিকারের মধ্যে আবাসন খাত খুবই গুরুত্বপূর্ণ। যা সংবিধানে উল্লেখ রয়েছে। বাংলাদেশ আগে কোথায় ছিল? এখন কোথায় আছে? সবক্ষেত্রে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আবাসন খাতে কেন পিছিয়ে থাকবো?’

তিনি বলেন, আবাসন খাতকে টিকিয়ে রাখতে হবে। এ খাতকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে কোনো মতেই রেজিস্ট্রেশন ফি ১৫ শতাংশ  হতে পারে না। আবাসিক খাতের উন্নয়নের জন্য সরকারের মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে। এ খাতে সঠিক গুরুত্ব দেওয়া হবে।  

মূল প্রবন্ধে অ্যাডভোকেট তাসমিয়াহ নুহিয়া আহমেদ আবাসন খাতের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেন। তিনি বলেন, আবাসন খাতে ব্যাংক ঋণের সুদের হার বেশি, জমির উচ্চ মূল্য, নির্মাণ সামগ্রীর ব্যয় বৃদ্ধি, সরকারের রি-ফাইন্যান্সিং ফান্ড চালুর অভাব, নিবন্ধনে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, উচ্চমূল্যে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন উল্লেখযোগ্য সমস্যা।

টিভি উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দীন), সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদ, সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, নূর জাহান বেগম মুক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, রিহ্যাবের প্রথম সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম, সিএনআরবির প্রেসিডেন্ট এমএম সেকিল চৌধুরী, বারভিডার সভাপতি মো. হাবিব উল্লাহ ডন, এনার্জি অ্যান্ড পাওয়ার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ০২, ২০১৮
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।