ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিমেন্টের ইফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুন ২, ২০১৮
বসুন্ধরা সিমেন্টের ইফতার বসুন্ধরা সিমেন্টের ইফতারে উপস্থিত অতিথিরা। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

ঢাকা: ঢাকার ডিলার ও রিটেইলারদের সম্মানে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ জুন) রাজধানীর অভিজাত হোটেল রেডিসন ব্লু' ওয়াটার গার্ডেনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

এ সময় স্যাটেলাইট টেলিভিশন নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালক বেলায়েত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (সিমেন্ট খাত) প্রকৌশলী এ কে এম মাহ্বুব-উজ-জামান ও কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।  

শুরুতে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে মাহবুব-উজ-জামান বলেন, অত্যাধুনিক ভিআরএম পদ্ধতিতে তৈরি দেশের বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট।

আমাদের সিমেন্টের গুণগত মান, অত্যাধুনিক উৎপদান পদ্ধতি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের আস্থা রয়েছে।  

‘দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক ভিআরএম প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্টের ফ্যাক্টরি উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুণগতমানের নিশ্চয়তার কারণে আজ শীর্ষে অবস্থান করছে। ’
 
ইফতারের আগ মুহূর্তে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে বসুন্ধরা গ্রুপের (সিমেন্ট খাত) চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. তোফায়েল হোসেন, বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব, বসুন্ধরা সিমেন্টের জেনারেল ম্যানেজার নূরে আলম সিদ্দিকী, সিমেন্ট খাতের বিক্রয় বিভাগের প্রধান খন্দকার কিংশুক হোসেন, ডিজিএম টেকনিক্যাল সাপোর্ট সরজ কুমার বড়ুয়া এবং বসুন্ধরা গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকাধীন বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে উৎপাদিত সিমেন্ট। গুণগতমান ও বৃহৎ সরবরাহ নেটওয়ার্ক দিয়ে এ সিমেন্ট অল্প সময়েই বাংলাদেশের মানুষের মন জয় করেছে।  

গুণগতমান ভালো হওয়ায় বাংলাদেশের প্রায় বড় স্থাপণা নির্মাণে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেলসহ সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে এ সিমেন্ট ব্যবহৃত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ০২, ২০১৮
আরএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।