ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাঁদপুরে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ইফতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জুন ৩, ২০১৮
চাঁদপুরে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ইফতার চাঁদপুরে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ইফতার।

ঢাকা: চাঁদপুরে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (বাল্কসেলস) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জুন) সন্ধ্যায় জেলার প্রেসক্লাবে অনুষ্ঠানে এ ইফতার অনুষ্ঠিত হয়। এ সময় ভোগ্য পণ্যের স্বনামধন্য বিক্রেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের বাল্কসেলসের প্রধান রেদোয়ানুর রহমান। এছাড়া বাল্কসেলসের আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতার উপলক্ষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রেদোয়ানুর রহমান আগত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বসুন্ধরা কিভাবে আগামী দিনে গ্রাহকদের সর্বোচ্চ সেবাদানের মাধ্যমের পণ্য বাংলাদেশের মানুষের কাছে কিভাবে আর ও জনপ্রিয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বসুন্ধরা কর্তৃপক্ষ থেকে বিক্রেতাদেরকে রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে সবার জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব ব্যবসায় পরিচালনা করার আহ্বান জানানো হয়। এছাড়াও অসাধু লোভাতুর চক্র যেন বিক্রেতাদেরকে প্রতারিত করতে না পারে সেদিকে গুরুত্বারোপ করা হয়।

আপ্যায়ন ও শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।