ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আজম জে চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুননির্বাচিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জুন ৫, ২০১৮
আজম জে চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুননির্বাচিত

ঢাকা: প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪৭৯তম সভায় সর্বসম্মতভাবে আজম জে চৌধুরীকে আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। যা ১ জুন ২০১৮ থেকে কার্যকর হয়েছে।

আজম জে চৌধুরী বাংলাদেশের একজন বরেণ্য শিল্পপতি এবং উদ্যোক্তা। তিনি ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী।

একই সঙ্গে তিনি কনসলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেডেরও (প্রাক্তন জেমস্ ফিনলে লিমিটেড) চেয়ারম্যান। তিনি এমজেএল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক। তিনি ওমেরা সিলিন্ডার লিমিটেড ও ওমেরা ফুয়েল লিমিটেডেরও পরিচালক। তিনি বাংলাদেশ এনার্জি কোম্পানিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের পরিচালক। তিনি ২০১২ সাল থেকে বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি বর্তমানে কুর্মিটোলা গলফ ক্লাবের অডিট ও ফাইনান্স কমিটির চেয়ারম্যান।

এছাড়াও (২০০১-২০০৫) পর্যন্ত তিনি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তার ব্যবসায়িক এবং সামাজিক সুখ্যাতির কারণে হাঙ্গেরিয় সরকার তাকে বাংলাদেশে অনারারি কনসাল অব হাঙ্গেরি নিযুক্ত করেছে। আজম জে চৌধুরী দক্ষ গলফার হিসেবেও অনেক সাফল্য অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।