ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শরীয়তপুরে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ৬, ২০১৮
শরীয়তপুরে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শরীয়তপুর: বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে শরীয়তপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জুন) সন্ধ্যায় শহরের ভোজন বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট ফরিদপুর ডিভিশনের ডিএসআই মো. বিপ্লব হোসেন।

 

বিশেষ অতিথি ছিলেন- মাদারীপুর বসুন্ধরা সিমেন্টের এএসএম মো. মাহমুদুর রহমান, বসুন্ধরা সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, শরীয়তপুর বসুন্ধরা সিমেন্টের এএসই মো. রুহুল আমিন, ডামুড্যা বসুন্ধরা সিমেন্টের টিএসই মো. শাহিন মল্লিক প্রমুখ।  

এছাড়া ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের শরীয়তপুর জেলার সব পরিবেশক এবং খুচরা বিক্রেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।