ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভিশনের পণ্য কিনে ৩০ বিজয়ী পেলেন রাশিয়া ভ্রমণের সুযোগ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুন ৭, ২০১৮
ভিশনের পণ্য কিনে ৩০ বিজয়ী পেলেন রাশিয়া ভ্রমণের সুযোগ ৩০ বিজয়ী পেলেন রাশিয়া ভ্রমণের সুযোগ

ঢাকা: ‘ভিশন উত্তেজনায় উত্তাল বিশ্বকাপ, ঘুরে আসুন রাশিয়ায়’ ক্যাম্পেইনে এ পর্যন্ত ৩০ বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশন-এর পণ্য কিনে তারা রাশিয়া ঘুরে আসার সুযোগ পাচ্ছেন। 

আগামী জুলাই পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে আরও সৌভাগ্যবান ব্যক্তি এ সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (০৭ জুন) রাজধানীর বাড্ডায় আরএফএল-এর কার্যালয়ে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভিশন ইলেকট্রনিক্সের মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ।

এতে মাহবুবুল ওয়াহিদ বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কেনার হিড়িক পড়েছে। গুণগত মান ও দাম সাধ্যের মধ্যে হওয়ায় আমাদের দেশিয় ব্র্যান্ড ভিশন ক্রেতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই ক্রেতাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা এই ক্যাম্পেইন চালু করি।

তিনি আরও বলেন, টেলিভিশন, ফ্রিজ, এসি, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, কেটলি, ইনডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, রুটি মেকার, রুম হিটার, আয়রন, ফ্যানসহ ভিশনের নানা ধরনের হোম অ্যাপলায়েন্স পণ্য রয়েছে। ক্রেতাদের চাহিদা ও ভবিষ্যৎ বাজার সৃষ্টির লক্ষে আমরা আরও মানসন্মত ইলেকট্রনিক্স পণ্য আনার চেষ্টা করছি।

ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান বলেন, এই ক্যাম্পেইনের আওতায় রাশিয়া ভ্রমণ ছাড়াও আমরা ক্রেতাদের জন্য নগদ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছি। এছাড়া ফুটবল উন্মাদনায় ক্রেতাদের মাতিয়ে তুলতে পুরস্কার হিসেবে রয়েছে প্রিয় দলের জার্সি, টি-শার্ট ও ফুটবল।

ভিশন ইলেকট্রনিক্সের হেড অব অপারেশন নুর আলম, রাশেদুজ্জামানসহ ভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।